৪ নং কুলিয়া ইউনিয়ন পরিষদ পোর্টাল
এক নজরে কুলিয়া ইউনিয়ন পরিষদ
১। ইউনিয়নের সীমানাঃ
উত্তরেঃ উদয়পুর ইউপি
দক্ষিণেঃ গাওলা ইউপি
পূর্বে :কোদালিয়া ইউপি
পশ্চিমেঃ গাংনী ইউপি
২। স্থাপন কাল ঃ ১৯৬০ খ্রীঃ ।
৩। ইউনিয়ন পরিষদ ভবনের বিবরণঃ
ক) খতিয়ান ও দাগ নং- খতিয়ান নং- ২৯, দাগ নং-৪৮, ৪৯, ৫০
মৌজাঃ নাশুখালী
অফিস আঙ্গিনায় জমির পরিমাণঃ ১.০৫ একর।
২০১১ সালে নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে।
৪। মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৪ টি।
৫। মাদ্রাসাঃ (সাধারণ)ঃ ০২ টি।
৬। মাদ্রাসাঃ (কওমী ও এতিম খানাসহ)ঃ ০৬ টি।
৭। সরকারি প্রাথমিক বিদ্যালয়ঃ ০৮ টি।
৮। রেজিষ্টারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৮ টি।
৯। মসজিদ ঃ ৩৩ টি।
১০। মন্দির ঃ ০৭ টি।
১১। সার ডিলার ঃ ১০ জন।
১২। গ্রাম ঃ ১৪ টি।
১৩। মৌজা ঃ ০৯ টি।
১৪। খোয়াড় ঃ ০৫ টি।
১৫। হাট-বাজার ঃ ০২ টি।
কুলিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ঃ ১৭১০১ জন।
মোট পুরুষ সংখ্যা ঃ ৮৮৩৪ জন।
মোট মহিলা সংখ্যা ঃ ৮২৬৭ জন।
শিক্ষার হার ঃ ৪৫%।
খানা সংখ্যা ঃ ৩৩২৫।ঃ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS