মাসিক সভার সিদ্ধান্তঃ
০১-০৯—১৩ইং তারিখের সভার সিদ্ধান্তঃ
স্থানঃ ইউপি কার্যালয় সময়ঃ সকাল ১০টা
সভাপতিঃ জনাব মোঃ বাবলু মোল্লা, চেয়ারম্যান।
উপস্থিত সদস্যগণের নামঃ-
১। মিসেস সাবিনা ইয়াসমিন ৭। সেখ সৈয়াস আলী
২। মিসেস লালিমা বেগম ৮। শেখ হুমায়ুন কবীর
৩। মিসেস রুবিয়া বেগম ৯। মোঃ নিয়ামত আলী
৪। জনাব ইলিয়াছ শেখ ১০। জনাব বালাম শেখ
৫। জনাব ইমরান মোল্লা ১১। এস, এম ফরহাদ হোসেন
৬। জনাব মোল্লা সেকেল উদ্দিন ১২। শেখ কেরামত আলী
সভাপতি সাহেব উপস্থিত সদস্যগন কে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।
১। সভাপতি সাহেব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ত্রান শাখা হইতে অবগত হইয়া সভায় জানান যে, ২০১৩-১৪ অর্থ বছরে অত দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় প্রকল্প বাস্তবায়ন করার জন্য কুলিয়া ইউনিয়নে ৬ জন শ্রমিক বরাদ্দ পাওয়া গিয়াছে। এখন নীতি মালার আলোকে প্রকল্প গ্রহন পূর্বক কী সিদ্ধান্তে আসা যায় তা সকল কে অবহিত্ করেন।
সভাপতি সাহেবের প্রস্তাবের প্রেক্ষিতে উপস্থিত সদস্যগন বিস্তারিত আলোচনা করেন। সার্বিক আলোচনান্তে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তমূলক প্রকল্প গ্রহন এবং বাস্তবায়ন কমিটি গঠন করেন।
প্রকল্পের নামঃ টাকিয়ারকুল আলমগীর মোল্লার দোকান হইতে ইসরাইল মোল্লার বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার।
প্রকল্প বাস্তবায়ন কমিটিঃ
১। রুবিয়া বেগম –ইউপি সদস্যা—প্রকল্প সভাপতি
২। ইদ্রিস মোল্লা –গন্যমান্য—প্রকল্প সেক্রেটারী
৩। খালেক মোল্লা –সমাজসেবক—প্রকল্প সদস্য
৪। রানু বেগম –ভিডিপ সদস্য— প্রকল্প সদস্য
৫। মাদফিজ মোল্লা – গন্যমান্য – প্রকল্প সদস্য
৬। কাবুল মোল্লা -- গন্যমান্য – প্রকল্প সদস্য
নির্ধারিত শ্রমিক তালিকাঃ
১। সাবু মোল্লা পিতা –আমির মোল্লা -টাকিয়ারকুল
২। মোস্তাইন মোল্লা পিতা-দুদু মিয়া - টাকিয়ারকুল
৩। বাবুল মোল্লা পিতা কালাম মোল্লা – টাকিয়ারকুল
৪। ইখলাছ মোল্লা পিতা –আবুবকর মোল্লা – টাকিয়ারকুল
৫। পারুল বেগম স্বামী – টুটুল মোল্লা – টাকিয়ারকুল
৬। নাদিরা বেগম স্বামী- মিজান মোল্লা টাকিয়ারকুল।
অতঃপর সভাপতি সাহেব উপস্থিত সদস্যগনকে ধন্যবাদ জানিয়ে সভার সিদ্ধানমূলক কার্য সমাপ্তির ঘোষনা করেন।
স্বাক্ষরিত
মোঃ বাবলু মোল্লা
চেয়ারম্যান
৪নংকুলিয়া ইউনিয়ন পরিষদ
মোল্লাহাট, বাগেরহাট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS